প্রকাশিত: Thu, May 18, 2023 4:18 PM
আপডেট: Fri, May 9, 2025 2:55 PM

কান চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিন ছিল




ভারতীয় তারকাদেরএ্যানি আক্তার: এদিন কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে মুগ্ধতা ছড়াতে দেখা যায় ভারতীয় তারকাদের। ১৬ মে থেকে ২৭ মে পর্যন্ত চলবে এই উৎসব। 

ঐশ্বরিয়া রাই বচ্চন এবং দীপিকা পাড়ুকোন এই চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা যায়, এবার বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা এবং প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারও অংশ নিয়েছেন এই উৎসবে। হিন্দুস্তান টাইমস

কান উৎসবে যোগ দিয়েছেন বলিউডের তারকারা। বুধবার উর্বশী রাউতেলা তার ইনস্টাগ্রামে কিছু ছবি এবং ভিডিও শেয়ার করেছেন। ভিডিও এবং ছবিতে দেখা যায়, উৎসবে তিনি একটি বিশাল গোলাপী রঙের গাউন পরেছিলেন এবং গলায় সোনালি টিকটিকি নেকলেস পরেছিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেস

কানের লাল গালিচায় শুভ্রবসনা মানুষী, আত্মপ্রকাশে মুগ্ধ করলেন বিশ্বসুন্দরী সাদা গাউনে রীতিমতো রাজকুমারীর বেশে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় অভিষেক করলেন মানুষী চিল্লার। ডন

বলিউড অভিনেত্রীরা কোনও ছবির প্রচারের জন্য এই উৎসবে অংশ নিতে যান না, বরং তারা এই উৎসবে অংশ নিতে যান নিজেদের ব্র্যান্ডের প্রচারের জন্য।

আন্তর্জাতিক কসমেটিক ব্র্যান্ড ল’রিয়াল প্যারিস গত কয়েক বছর ধরে কান চলচ্চিত্র উৎসবের সৌন্দর্যের অংশীদার। যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর মূলত বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও ঐশ্বরিয়া রাই বচ্চন। এই চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণকারী অভিনেত্রীরা বিভিন্ন ব্র্যান্ডের হয়ে সেখানে যান। সেই ব্র্যান্ডগুলির প্রচারে তারা হাজির হন। এই বছর অনুষ্কা শর্মাকে এক নামী ব্র্যান্ডের হয়ে প্রচারে দেখা যাবে কান এর রেড কার্পেটে। তিনি ওই ব্র্যান্ডের অ্যাম্বাসেডর এবং কোম্পানির প্রতিনিধিত্ব করবেন। সম্পাদনা: ইমরুল শাহেদ